ট্রেড করতে শিখুন, একাউন্টের টাকা পানিতে ডালতে নয়।

ট্রেড করতে শিখুন, একাউন্টের টাকা পানিতে ডালতে নয়।

Bangla Forex Article

আমরা সবাই ট্রেডার, যে কাল জন্ম নিলো সেও। বাই বা সেল এইটাই তো ট্রেড। ট্রেড করা আর কঠিন কি? দোকান দিয়ে বা অন্য ব্যাবসা অনেক ঝামেলা, ট্রেড করলে টাকা আর টাকা। প্রতি মাসে অন্তত ইন্ডিয়া ঘুরতে যাওয়া কি কোন ব্যাপার? ২০০০০ ডলার কেপিটাল আর প্রতি মাসে ৫০০০ ডলার প্রফিট। বাহ এই না হলে লাইফ?

…………………

কি চিন্তায় ফেলে দিলাম? ভয় পাওয়ার কারন নেই। এই কথা আপনিও মনের অন্তরালে লুকিয়ে রেখেছেন। তাই না? অবাক হবেন না, কারন এই রোগ শুধু আপনার না আরও বহু মানুষের। আর এর নিরাময় অনেক কঠিন বিশেষ করে ৮০% ট্রেডারের জন্য।আমরা সবাই সপ্ন দেখতে পছন্দ করি, কিন্তু বাস্তবতায় রুপ দেওয়ার কষ্টটুকু কেই বা করে। সবাই বিল গেটস হতে চায়, জর্জ সরস হতে চায়, চায় বাসার সামনে আলিশান গাড়ি, বিরাট বাড়ি কিন্তু কেউ কি চান কষ্ট করতে? ১০০ এর মধ্যে ৫ জন, যারা আসলে কষ্ট করে নিজের জীবনকে উন্নত করতে চায়। আমাদের মানসিকতা এমনই। আমরা ৫০০০ টাকার মোবাইলে সেমসাং নোট ৩ এর ফিচার চাই, প্রিমিও গাড়িতে মারসিডিসের ফিল চাই, যাই হক অন্তত বউ তো কেটরিনা না হয় দিপিকার মতন চাই।

হাসলেন? এইটাই বাস্তবতা। মানুষের মনের বাসনা গুলো অনেক অধভুত। তাই এই বাসনাকে বাস্তবতার সাথে পরিচয় না করালে বিরাট বিপদ হতে পারে। সপ্ন দেখা খুব ভালো, কিন্তু সবসময় সপ্নে থাকা ভালো না। যেমনটি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালানো যায় না।

অনেকে ট্রেড শুরু করে সপ্ন দিয়ে। এমনকি শখের চাকরি ছেড়ে দেয় ট্রেড করবে বলে। ট্রেড নিয়ে নানান সপ্ন। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এমন যদি হত তাহলে দুনিয়াতে কেউ গরিব থাকত না। সবাই ট্রেডার আর সবাই বড়লোক।

ট্রেড করে অনেকেই খুব ভালো দিন কাটাচ্ছে, আর কাটাবেই না কেন এই ব্যাবসা পৃথিবীর অন্যতম। কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে কি ট্রেড করতে হয়। লস খেলে কি করবেন বা ট্রেড করার প্রকৃত নিয়ম কি।

আজকাল দেখা যায় ভুরি ভুরি ট্রেডার। যেমন ব্রোকার গাছে ধরেছে তেমন ট্রেডার পাতায় ধরেছে। বাই সেল আর ইনডিকেটর। ব্যাস !! আর কি লাগে? কোনমতে শিখে ২-৪ পয়সা কামালেই হল আর দুই দিন পর ১০ টাকা লস করলে কি সমস্যা টাকা তো আছেই। আবার ডিপোসিট করলেই হল। কিন্তু একটা সময়ে বুঝবেন কি ভুল করছেন। অনেকেই বলে শিখার কি আছে অত? পরালেখার জ্বালায় ট্রেডে ঢুকলাম আর দেখি এখানেও পড়া? কি আর শিখবো? সবই তো জানি শুধু কেন জানি প্রফিট হয় না। এই প্রশ্ন অনেকে ট্রেডারদের মনে।

ব্রোকাররা অনেক বোনাস দেয় যেমন ফোরাম বোনাস, ডিপোসিট বোনাস ইত্যাদি। নতুন ট্রেডার রিয়াল ট্রেড শিখার আগেই লাফ দেয় বোনাস নিয়ে, ফলে তারা অল্প শিখেই লাফ দেয় ট্রেড নৌকায়। বোনাস শেষ করে পরে নিজে আবার ডিপোসিট করে এবং তাও হারায়। পরে লস করতে করতে এক পর্যায়ে বলে ট্রেড ভালো না।

আগে নিজে শিকার করুন আপনার ঘাটতি আছে। ফরেক্সে বা দুনিয়ার যে কোন ব্যাবসায় ১০০% লাভ কেউ দিতে পারবে না। এইটা শুধু মহান আল্লাহ পাক ই পারবেন। আমরা না, কারন আমরা প্রিডিকশন দেই আমাদের অর্জিত মেধা দিয়ে। তাই মেধা অর্জন করতে হতে আসলে জিনিশটা কি এবং কিভাবে এই কাজ ভালমত করা যায় তা আমাদের জানতে হবে। মনে রাখতে হবে মার্কেট কখনও এক না, প্রতি মিনিটে মার্কেট চেঞ্জ হয়। আপনি ফরেক্স করেন বা স্টক যাই করেন দুটি জিনিষ আপনার অবশ্যই থাকতে হবে।

১। এডুকেশন
২। পেশেন্স

তাই অল্প বিদ্যা নিয়ে আর টাকা নিয়ে ঝাপ দিয়ে টাকা হারানো থেকে বিদ্যা অর্জন করে টাকা গুলো থেকে আয় করা শিখুন। এতো টাকা, কাগজ না। পানিতে ফেলে নষ্ট না করে, দরকার হলে কোন গরিবকে সাহায্য করুন, ব্রোকারকে টাকা গুলো দিয়ে দেয়ার তো কোন মানে হয় না।

 

From Bangladesh (  ) Mr Rocky Hasan wrote and sent us this article.

0.00 avg. rating (0% score) - 0 votes

Check Also

Price Action Bengali Course

Price Action Bangla Course   বাংলায় প্রফেশনাল প্রাইস একশন কোর্স নিয়ে এলো এম এফ এক্স …